Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় আঞ্চলিক দুই স’শস্ত্র গ্রুপের সং/ঘর্ষে নি/হত ৪

কাওসার হোসেন মামুন(দীঘিনালা) খাগড়াছড়ি 
জুলাই ২৬, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কাওসার হোসেন মামুন(দীঘিনালা) খাগড়াছড়ি 

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে সশস্ত্র সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালা উপজেলার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় এই গুলাগুলির ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, ইউপিডিএফ (প্রসিত খীসা পন্থী) দলের সশস্ত্র শাখার কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে প্রায় ৪০-৪৫ জনের একটি দল এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু লারমা পন্থী) দলের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের একটি দল ওই এলাকায় মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘর্ষে ইউপিডিএফ (প্রসিত) দলের সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’র চারজন সদস্য নিহত হয়েছেন। তবে নিহত বা আহতদের বিস্তারিত নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, “ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি থমথমে রয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”

এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, স্থানীয়রা আতঙ্কে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।