Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আকস্মিক নদী ভাঙনে বাবুগঞ্জে ৪ বসতঘর বিলীন, হুমকির মুখে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

 

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের দক্ষিণ চরহোগল পাতিয়া গ্রামে আকস্মিক ভাঙনে সন্ধ্যা নদীর করাল গ্রাসে চারটি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে হঠাৎ করে নদী ভাঙন শুরু হলে মুহূর্তেই ভেঙে পড়ে মজিদ বেপারি, আজিজ বেপারি, সালেক বেপারি ও বারেক বেপারির ঘরবাড়ি। স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে কিছুই বুঝে ওঠার আগেই বসতভিটা, গাছপালা ও যাবতীয় আসবাবপত্র নদীতে তলিয়ে যায়। ভাঙনের তীব্রতায় ওই এলাকার সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ চরহোগল পাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি জামে মসজিদ, ভাঙ্গারমুখ লঞ্চঘাটসহ অন্তত ২৫টি বসতঘর বর্তমানে চরম হুমকির মুখে রয়েছে।

ভুক্তভোগী মজিদ বেপারি বলেন, “সন্ধ্যা নদী এক নিমিষেই আমাদের সব শেষ করে দিলো। এখন পরিবার নিয়ে রাস্তায় বসে আছি।” আরেক ক্ষতিগ্রস্ত আজিজ বেপারি জানান, “রাত ১১টার দিকে আচমকা শব্দ শুনে দেখি, মাটি ও গাছপালা দেবে যাচ্ছে। কিছুই সরাতে পারিনি।”

স্থানীয় বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, “এমন ভয়াবহ ভাঙন এর আগে দেখিনি। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরকারের কাছে অনুরোধ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে যেন দাঁড়ানো হয়।”

জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, “ভাঙনের মুখে দুটি স্কুলসহ অনেক ঘরবাড়ি রয়েছে। দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।”

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ জানান, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে এবং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হবে।

সারসংক্ষেপ

  • ভাঙনে ৪টি বসতঘর নদীগর্ভে
  • ২টি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ হুমকির মুখে
  • ২৫টি বাড়িঘর ঝুঁকিপূর্ণ
  • ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা চেয়ে স্থানীয়দের দাবি
  • প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান

চলমান নদীভাঙন পরিস্থিতি ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও বড় ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।