Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো.মোজাম্মেল হক, চারঘাট (রাজশাহী) 
জুলাই ২৬, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মো.মোজাম্মেল হক, চারঘাট (রাজশাহী) 

রাজশাহীর চারঘাটে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান এবং থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ। বক্তারা বলেন, “জুলাই মাস আমাদের জাতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ এক পুনর্জাগরণের সময়। এই চেতনায় উজ্জীবিত হয়ে সমাজের সব স্তরের মানুষকে একসাথে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠান শেষে সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণের শপথ গ্রহণ করেন অংশগ্রহণকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।