নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা ও ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু। আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট হেমায়েত হোসেন, আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় কর্মীরা।
বক্তারা এ সময় নিহত শিক্ষার্থীদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, “তাদের স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেল, কিন্তু আমাদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ পরিবেশে গড়ে তোলা।”
দোয়া মাহফিলে নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

