Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর পলাশে জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি

জুলাই আন্দোলনের আদর্শে দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সারাদেশের মতো নরসিংদীর পলাশেও অনুষ্ঠিত হয়েছে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা”। শনিবার, ২৬ জুলাই সকালে পলাশ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে শপথ পাঠ করান ও বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম ফখরুল হোসাইন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম।

শপথ পাঠের পর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যার সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম ভূঁইয়া। সভায় অংশগ্রহণ করেন ‘জুলাই যোদ্ধা’ ও তাদের পরিবার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবাগ্রহীতা এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বক্তব্য রাখেন আহত জুলাই যোদ্ধা আসিফ মাহমুদ, জাহিন মোল্লা ও শান্ত গাজী, জমিয়তে ওলামায়ে ইসলাম পলাশ শাখার সভাপতি মাওলানা নুমানুল করিম এবং জিনারদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আরিফুজ্জামান।

বক্তারা দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং স্বৈরশাসকের দোসরদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করেন। পাশাপাশি, আহত আন্দোলনকারীদের উন্নত চিকিৎসা এবং শহীদ পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।