Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে ‘জুলাই গণজাগরণের শপথ পাঠ ও আলোচনা সভা’ অনুষ্ঠিত

Link Copied!

মো. আলমগীর মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘জুলাই গণজাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন।

কর্মসূচির শুরুতেই দেশব্যাপী একযোগে শপথ পাঠ করান উপদেষ্টা শারমিন এস. মুরশিদ। এরপর সরাইল উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ বিউটি আক্তার। এছাড়াও আলোচনায় অংশ নেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল মহিলা কলেজের প্রভাষক মো. মাহবুব খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, মাওলানা মেরাজুল হক ও শাহ তারিন।

আলোচনায় বক্তারা বলেন, “জুলাই মাসকে সমাজ গঠনের গণজাগরণ মাস হিসেবে চিহ্নিত করে আমরা সবাই মিলে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবো। এই গণশপথ একটি নতুন যুগের সূচনা করবে।”

অনুষ্ঠানে সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।