আজহারুল ইসলাম, ধোবাউড়া (ময়মনসিংহ)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস (আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বাধীন দল) থেকে রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম।
শনিবার বিকেলে ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার হলরুমে "জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে" দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস ধোবাউড়া শাখা।
সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি মাওলানা মুফতি বাসির উদ্দিন খান এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা মুখলেসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন মাওলানা তাজুল ইসলাম। তিনি বলেন,
"বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামি আদর্শে সমাজ গঠনে বিশ্বাসী। জনগণের ভালোবাসা ও দোয়াকে পাথেয় করে আমরা নির্বাচনে অংশ নিতে চাই। আমরা চাই শান্তি, সুবিচার এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করতে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মোক্তার উদ্দিন সাহেব।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ইসলামী আদর্শে দেশ পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস মাঠে আছে এবং থাকবে। জনসাধারণের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে সুস্থ রাজনীতির বিকাশে কাজ করবে দলটি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.