জুলফিকার বাবলু(মাদারগঞ্জ)জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শীর্ষক আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ যমুনা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মো. ওবাইদুল্লাহ আল মাসুম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন বেলি, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজ গঠনে সচেতনতা, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে লাখো কণ্ঠে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক।