Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ব্যাপক উৎসাহ ও আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাবুগঞ্জ উপজেলার ৪ নং চাঁদপাশা ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই শনিবার সকাল ১১ টায় উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলমগীর হোসেন স্বপন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: শাহীন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বরিশাল জেলা (দক্ষিন) বিএনপির সদস্য সচিব এ্যডভোকেট আবুল কালাম শাহীন।

প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান, বিষেশ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।সম্মেলনে বরিশাল জেলা বিএনপির নেতৃবৃন্দ স্থানীয় বিএনপি ও অংগ সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক করিম হাওলাদার, আরিফুর রহমান শিমুল সিকদার, মোস্তাফিজুর রহমান ফারুক, নজরুল ইসলাম বাদশা, বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা আক্তার, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মালেক শিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন, মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অহেদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহা, রাজন শিকদার, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, সদস্য সচিব ইয়াসিন আরাফাত প্রমুখ।

সম্মেলনের ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আলমগীর হোসেন স্বপন কে সভাপতি ও মো: শাহীন হোসেন এর নাম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করেন উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান।

সদ্য ঘোষিত বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে বিএনপি’র ত্যাগী নেতাকর্মীদের নিয়ে আগামী ৩ দিনের মধ্যে চাঁদপাশা ইউনিয়ন বিএনপি’র পুর্নাঙ্গ কমিটি ঘোষণার নির্দশনা দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।