হবিগঞ্জ প্রতিনিধি
মাধবপুরে ৫০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ সহ মোস্তাহিদ মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৬ জুলাই) সকালে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধীনস্হ ধর্মঘর বিওপি টহল দল মাধবপুর উপজেলার কালিকাপুর নামক স্থানে সীমান্ত পিলার ১৯৯৫/৩ এর কাছ থেকে মোস্তাহিদকে আটক করে।মোস্তাহিদ কালিকাপুর গ্রামের ওয়াদ আলীর ছেলে।আটক আসামীকে মাধবপুর থানায় হস্তান্তর করে এ সংক্রান্তে মামলা রুজু করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের মাদকদ্রব্যসহ চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে বলে বিজিবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.