সম্প্রতি ফের শিরোনামে উঠে এসেছেন প্রাক্তন মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। দিন কয়েক আগেই ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে জানিয়েছেন, তার বাড়িতেই তাকে হেনস্তা করা হচ্ছে। মধ্যরাতে দরজায় ধাক্কা দেওয়া হচ্ছে।
আবার কখনও প্রচণ্ড চিৎকার করা হচ্ছে আশপাশ থেকে। এ নিয়ে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেনন তনুশ্রী। কিন্তু প্রতি মুহূর্তে ভয় হচ্ছে, তার সঙ্গে খারাপ কিছু একটা ঘটে যাবে। শুধু তাই নয় তনুশ্রী আশঙ্কা করছেন, তার পরিণতিও হবে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতোই।
এসবের মাঝে ফের মুখ খুললেন অভিনেত্রী। জানালেন গত পাঁচ বছর ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে তার সঙ্গে। তনুশ্রী বলেন, ‘আমি ভয়ে ভয়ে আছি সুশান্তের মতো পরিণতি না হয়! আমি সরকারের কাছে সুরক্ষার আবেদন জানাচ্ছি। এই মাফিয়াদের সঙ্গে পেরে উঠব না। এরা ভয়ংকর। পুলিশ যেন এই ঘটনাকে আমার আগের অভিযোগের সঙ্গে গুলিয়ে না ফেলে। যত দ্রুত সম্ভব তদন্ত শুরু করার অনুরোধ জানাই।’
তবে, তনুশ্রীর এসব অভিযোগ শুনে অনেকেই তার দিকে আঙুল তুলেছেন। কেউ কেউ বলেছেন পুরোটাই তার নাটক। বিগবস্-এর নতুন সিজনে সুযোগ পাওয়ার জন্য নাকি এ সব করছেন। যদিও তনুশ্রী জানান, যা বলছেন সব সত্যি। প্রচারে থাকার জন্য কেঁদে কেঁদে ভিডিও করেননি।
এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘গত পাঁচ বছর ধরে অদ্ভুত সব ঘটনা ঘটেছে। কখনও আমার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছে। কখনও আবার আমার খাবারে বিষ মেশানো হয়েছে। আমার বাড়ির সামনেও অনেক কিছু ঘটতে থাকে। প্রচারের থাকার জন্য এ সব ভিডিও বানানোর প্রয়োজন নেই। আমি প্রাক্তন মিস ইন্ডিয়া, সেটা সকলের মাথায় রাখা উচিত।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.