বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা ও সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ সমাজসেবক মোঃ আদম আলী হাওলাদার (৮০) আর নেই। রবিবার (২৭ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ স্ট্রোক করলে তাঁকে তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আদম আলী হাওলাদার ছিলেন একজন আদর্শবান ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। দীর্ঘ জীবনে তিনি এলাকায় সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন।
তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের নামাজে জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।