Nabadhara
ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় বিদ্যুৎ বিভ্রাট ও দু/র্নীতির বি’রুদ্ধে ক্ষুব্ধ মানুষের বি/ক্ষোভ

দীঘিনালা ,খাগড়াছড়ি প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

দীঘিনালা ,খাগড়াছড়ি প্রতিনিধি

দীঘিনালা উপজেলার জনগণ দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট, লো-ভোল্টেজ, অতিরিক্ত বিল ও দুর্নীতির কারণে অতিষ্ঠ হয়ে রোববার (২৭ জুলাই) বৃহত্তর বিক্ষোভে নামেন।

দুপুর ২টায় দীঘিনালা ডিগ্রি কলেজের সামনে হলুদ চত্বরে প্রায় দুই শতাধিক ক্ষুব্ধ ভুক্তভোগী মানুষ জড়ো হন। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তারা প্ল্যাকার্ড ও স্লোগানে জানান—“এই বিদ্যুৎ ব্যবস্থা আর নয় সহ্য!”

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি অভিযোগ করেন, বিদ্যুৎ আছে কেবল কাগজে, বাস্তবে বিদ্যুতের নামে চলছে অনিয়ম ও হয়রানি। কেউ বলেন, “মিটার রিডিং ছাড়াই বিল আসে”, আবার কেউ বলেন, “টাকা না দিলে কোনো কাজ হয় না।”

এক ভুক্তভোগী আশরাফুল হোসেন বলেন, “প্রতিনিয়ত লো ভোল্টেজের কারণে আমরা দুর্ভোগে আছি। বিদ্যুৎ বিল ঠিকমতো হয় না, অফিসে গেলে কেউ আমাদের কথা শোনে না।” বক্তারা বিদ্যুৎ অফিসে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।

এই আন্দোলনের নেতৃত্ব দেন বোয়ালখালী বাজারের ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম। তিনি বলেন, “বছরের পর বছর বিদ্যুতের অকার্যকর সেবার কারণে আমরা দুঃসহ জীবন যাপন করছি। আজ দীঘিনালার মানুষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আর সহ্য করবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।