দীঘিনালা ,খাগড়াছড়ি প্রতিনিধি
দীঘিনালা উপজেলার জনগণ দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট, লো-ভোল্টেজ, অতিরিক্ত বিল ও দুর্নীতির কারণে অতিষ্ঠ হয়ে রোববার (২৭ জুলাই) বৃহত্তর বিক্ষোভে নামেন।
দুপুর ২টায় দীঘিনালা ডিগ্রি কলেজের সামনে হলুদ চত্বরে প্রায় দুই শতাধিক ক্ষুব্ধ ভুক্তভোগী মানুষ জড়ো হন। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তারা প্ল্যাকার্ড ও স্লোগানে জানান—“এই বিদ্যুৎ ব্যবস্থা আর নয় সহ্য!”
মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি অভিযোগ করেন, বিদ্যুৎ আছে কেবল কাগজে, বাস্তবে বিদ্যুতের নামে চলছে অনিয়ম ও হয়রানি। কেউ বলেন, “মিটার রিডিং ছাড়াই বিল আসে”, আবার কেউ বলেন, “টাকা না দিলে কোনো কাজ হয় না।”
এক ভুক্তভোগী আশরাফুল হোসেন বলেন, “প্রতিনিয়ত লো ভোল্টেজের কারণে আমরা দুর্ভোগে আছি। বিদ্যুৎ বিল ঠিকমতো হয় না, অফিসে গেলে কেউ আমাদের কথা শোনে না।” বক্তারা বিদ্যুৎ অফিসে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।
এই আন্দোলনের নেতৃত্ব দেন বোয়ালখালী বাজারের ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম। তিনি বলেন, “বছরের পর বছর বিদ্যুতের অকার্যকর সেবার কারণে আমরা দুঃসহ জীবন যাপন করছি। আজ দীঘিনালার মানুষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আর সহ্য করবে না।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.