বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
দায়িত্ব পালনে সন্তুষ্ট হয়ে বাবুগঞ্জ উপজেলা পরিষদের কনফিডেনশিয়াল অ্যাসিস্ট্যান্ট (সিএ) শাহরিয়ার রহমান বাবুকে পুরস্কৃত করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আহমেদ।
সোমবার (২৮ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হিসেবে শুভেচ্ছা উপহার তুলে দেন ইউএনও ফারুক আহমেদ।
তিনি বলেন, “শাহরিয়ার রহমান বাবু একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল ব্যক্তি । পেশাগত দক্ষতা, সময়ানুবর্তিতা এবং প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।
এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই স্বীকৃতি বাবুর মতো অন্যান্য কর্মকর্তাদেরও উৎসাহিত করবে বলে মনে করেন ইউএনও।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।