Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দু/র্ঘটনায় মোটরসাইকেল আরোহী নি/হত,জনতার সড়ক অবরোধ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-ঢাকা মহাসড়কের কামিনী পাম্প সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের কামিনী পাম্প এলাকায় কুয়াকাটা পরিবহনের একটি দ্রুতগতির বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন এবং পেছনে থাকা আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে যান চলাচল বন্ধ করে প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়দের অভিযোগ, কামিনী পাম্প সংলগ্ন এই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা দ্রুততম সময়ের মধ্যে ওই স্থানে ট্রাফিক বক্স স্থাপনসহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি জাকির সিকদার সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় দুপুর সাড়ে ১২ পর্যন্ত সনাক্ত করা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।