দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
জুলাই পূর্ণজাগরণ-২০২৫ উপলক্ষে সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচি পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মাদ রুহুল আমিন, মেডিকেল অফিসার আবাসিক মেহেদী হাসান, মেডিকেল অফিসার তাজুল ইসলাম, ইমার্জেন্সি মেডিকেল অফিসার শারমীন সুলতানা, উপজেলা দারিদ্র ও বিমোচন কর্মকর্তা নজরুল ইসলামসহ আরও অনেকে। এছাড়াও দুর্গাপুর উপজেলা শাখা বিডি ক্লিনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এই জনকল্যাণমূলক আয়োজনের মাধ্যমে বিনামূল্যে ব্লাড প্রেশার, সুগারসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রোগীরা ডাক্তারদের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও ঔষধ সেবা গ্রহণ করেন। রক্তদান কর্মসূচিতে আগ্রহী সবাই স্বেচ্ছায় অংশগ্রহণ করতে পারে। রক্তদান একটি মহৎ কাজ হিসেবে অন্যের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।