Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে গনঅভ্যুত্থান শহীদদের স্মরণে কাব স্কাউটের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ কাব স্কাউট কালাই উপজেলা শাখার উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থান শহীদদের স্মরণে দুই দিনব্যাপী কুইজ, রচনা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের ৩৯টি প্রতিষ্ঠান এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৩২টি প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। শেষ দিনে সোমবার দুপুরে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার রাশেদুল আলম, ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, স্কাউট কমিশনার আব্দুল মোমিন, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মতিউর রহমান, জেলা স্কাউট সহকারী কমিশনার শাপলা পারভিন সহ অনেকে।

রচনা, কুইজ, বক্তৃতা ও চিত্রাংকনের চারটি ক্যাটাগরিতে মোট ২৪ জন বিজয়ীকে বই, দুটি করে গাছ এবং একটি সনদ প্রদান করা হয়। আগামী ২ আগস্ট সকল বিজয়ীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।