নওগাঁ প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পর নওগাঁ জেলার মান্দা উপজেলার বিভিন্ন কলেজ তাদের ভৌগলিক দূরত্ব ও সময়সংক্রান্ত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের অধীনে থাকার আবেদন জানায়। আবেদন পর্যালোচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় পূর্বের ন্যায় মান্দার কলেজগুলোকে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আওতায় রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সোমবার (তারিখ উল্লেখ করুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
এই সিদ্ধান্তে মান্দা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও সুষ্ঠুভাবে সম্পাদনের পথ সুগম হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।