Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ প্রবাসী ফোরামের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

‘সুস্থ্য বিনোদন, মানসিক ও শারীরিক সুস্থতা অর্জনের একটি স্বতন্ত্র উপায়’ এই স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে প্রবাসী ফোরামের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই সোমবার বিকালে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে ফুটবল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান। এ সময় তিনি প্রবাসী ফোরামের এ উদ্যোগকে সাধুবাদ জানান। সেইসাথে ফোরামের মানবকল্যান ধর্মী বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করে প্রবাসীদেরকে আন্তরিক ধন্যবাদ জানান । খেলায় দেশে অবস্হানকারী গোয়ালন্দ প্রবাসী ফোরামের সদস্য ও সংগঠনের স্হানীয় স্বেচ্ছাসেবকরা একে অপরের মুখোমুখি হয়। প্রীতি ম্যাচ হলেও খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকে। খেলাটিতে শেষ পর্যন্ত ৩-১ গোলে স্বেচ্ছাসেবক দল জয়ী হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ প্রবাসী ফোরামের অন্যতম উপদেষ্টা, আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান, সিঙ্গাপুর প্রবাসী ও ফোরামের এডমিন জাহাঙ্গীর হোসেন মোল্লা, অন্যান্য প্রবাসী, ফোরামের স্হানীয় স্বেচ্ছাসেবক ও সাংবাদিকবৃন্দ। জমজমাট খেলাটি স্হানীয় শতশত দর্শক উপভোগ করেন। খেলা শেষে সন্ধ্যার পর গোয়ালন্দ শহরের রোকন উদ্দিন প্লাজায় অবস্হিত গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উভয় দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেন। পরে রাতে নৈশভোজের আয়োজন করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ প্রবাসী ফোরামের পক্ষে সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা ও আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান বলেন, আমরা এই মাটিরই সন্তান। দূর প্রবাসে থাকলেও আমাদের শেকড় এখানে, তাই প্রিয় গোয়ালন্দের মাটি ও মানুষকে খুব মিস করি। সে জন্য বিশ্বের বিভিন্ন দেশে থাকা গোয়ালন্দের সন্তানদের সমন্বয়ে এই সংগঠনটি আমরা গড়ে তুলি। এর মাধ্যমে আমরা এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। এ কাজে স্হানীয় একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী অক্লান্ত পরিশ্রম করে থাকেন। সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক অনলাইন ভিত্তিক এই সামাজিক সংগঠনের সদস্যদের সাথে একত্রে মিলিত হওয়া ও আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য আজকের এই আয়োজন করা হয়। আয়োজনে উপস্থিত ইউএনও স্যার, ওসি স্যার সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।