জুলফিকার বাবলু, মাদারগঞ্জ, জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী আনন্দ বাজার এলাকায় একটি গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুলসুম (৫৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। তিনি ওই গ্রামের জাক্কু মণ্ডলের স্ত্রী।
জানা যায়, সোমবার (২৪ জুলাই) রাতে গৃহবধূ কুলসুম তার গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য খড়-কোটা জ্বালিয়ে ধোঁয়া দিচ্ছিলেন। হঠাৎ করে রাত ৮টার দিকে সেই ধোঁয়া থেকে আগুন লেগে যায় এবং মুহূর্তেই তা গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখে এলাকাবাসী ছুটে এসে চিৎকার শুরু করলে কুলসুম তার গরু-ছাগল বাঁচাতে গোয়ালঘরে প্রবেশ করেন। এ সময় তিনি গরুর পায়ের নিচে পড়ে গিয়ে বের হতে না পেরে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
অগ্নিকাণ্ডে কুলসুমের দুটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।