মো.রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া
পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ৩৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, পল্লী উন্নয়ন ব্যাংকের মিরপুর শাখা ব্যবস্থাপক সোহেল রানা, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষককে ১ কেজি করে উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ বীজ, ২০ কেজি এমওপি সার, ২০ কেজি ডিওপি সার এবং নগদ ৩৫৫ টাকা করে প্রদান করা হয়েছে।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত কৃষকদের মাঝে পেঁয়াজ চাষাবাদের আধুনিক কৌশল ও পরিচর্যা বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “এই প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে কৃষকদের আগ্রহ বাড়বে এবং পেঁয়াজ উৎপাদনেও লক্ষ্য অনুযায়ী অগ্রগতি হবে বলে আমরা আশাবাদী।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.