ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা চোর চক্রের সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। একই সঙ্গে চোরাই কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকারও উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভোরে গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকা ও তারাকান্দা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—ঢাকার মো. শামিদ (৩০), নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মোছা. রেহেনা আক্তার সাদিয়া (৩৫), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মো. মোস্তফা (৬২) এবং ময়মনসিংহের তারাকান্দা থানার মো. মোস্তফা (৩৯)।
র্যাব-১৪-এর এডিশনাল ডিআইজি নয়মুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ২৩ জুলাই মো. জাকির হোসেন নামের এক ব্যক্তি অভিযোগ করেন যে, তার অটোরিকশা চুরি হয়েছে। অভিযোগে বলা হয়, এক নারী যাত্রী সদর উপজেলার দাপুনিয়া বাজার থেকে বাড়েরার পুল পর্যন্ত রিজার্ভ অটোরিকশায় যাতায়াত করেন। পথে বাড়েরা পুল-সংলগ্ন আকন্দবাড়ি রোডে থামিয়ে চালককে নামতে বলেন। এ সুযোগে আগে থেকে প্রস্তুত এক ব্যক্তি অটোরিকশা নিয়ে পালিয়ে যায় এবং ওই নারী একটি সাদা প্রাইভেটকারে উঠে দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পর র্যাব-১৪ গোয়েন্দা নজরদারি ও তদন্ত শুরু করে। এক পর্যায়ে সোমবার ভোরে অভিযান চালিয়ে চোরচক্রের চার সদস্যকে আটক করে এবং প্রাইভেটকারটি জব্দ করে।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ঢাকা থেকে ময়মনসিংহে এসে অটোরিকশা চুরি করতেন। এসব চোরাই অটোরিকশা স্থানীয় মো. মোস্তফার কাছে বিক্রি করা হতো। তিনি দীর্ঘদিন ধরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশ খুলে বিক্রি কিংবা রং পরিবর্তন করে নতুন রূপে বাজারজাত করতেন।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় র্যাব।