মো.আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে গত ২১ জুন ২০২৪ তারিখে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে, যখন ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
নিহত ব্যক্তি মুসলিম এবং বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ এবং খাটিহাতা হাইওয়ে থানার তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
খাটিহাতা হাইওয়ে থানার এসআই জানান, এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশটি দীর্ঘ সময় ধরে অজ্ঞাত অবস্থায় পড়ে থাকায় গত ২১ জুন বেওয়ারিশ লাশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সামাজিক সংগঠন “বাতিঘর”-এর সহায়তায় দাফন সম্পন্ন করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা আরও জানান, নিহত ব্যক্তির পরনে থাকা পোশাক দেখে যদি কেউ তাকে চিনে থাকেন, তবে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে ০১৭২৬-৭৬৪৩০৬