Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দু/র্ঘটনায় নি/হত অ/জ্ঞাত ব্যক্তি, দাফন সম্পন্ন

Link Copied!

মো.আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে গত ২১ জুন ২০২৪ তারিখে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে, যখন ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

নিহত ব্যক্তি মুসলিম এবং বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ এবং খাটিহাতা হাইওয়ে থানার তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

খাটিহাতা হাইওয়ে থানার এসআই জানান, এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশটি দীর্ঘ সময় ধরে অজ্ঞাত অবস্থায় পড়ে থাকায় গত ২১ জুন বেওয়ারিশ লাশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সামাজিক সংগঠন “বাতিঘর”-এর সহায়তায় দাফন সম্পন্ন করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আরও জানান, নিহত ব্যক্তির পরনে থাকা পোশাক দেখে যদি কেউ তাকে চিনে থাকেন, তবে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে ০১৭২৬-৭৬৪৩০৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।