Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় কলসিন্দুরের নারী ফুটবলারদের মাঝে ব্র্যাকের ক্রীড়া সামগ্রী বিতরণ

আজহারুল ইসলাম, ধোবাউড়া (ময়মনসিংহ)
জুলাই ২৯, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

আজহারুল ইসলাম, ধোবাউড়া (ময়মনসিংহ)

ময়মনসিংহের ধোবাউড়ায় নারী খেলোয়াড়দের উৎসাহ ও ক্রীড়া উন্নয়নে ব্র্যাকের উদ্যোগে কলসিন্দুরের উদীয়মান নারী ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে ব্র্যাক ধোবাউড়া শাখা অফিসের হলরুমে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে এ সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্র্যাকের হালুয়াঘাট এলাকার ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ডেপুটি ম্যানেজার (বিডিইউ) লাবনী আক্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (সেন্ট্রাল-২ ডিভিশন) মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রিজিওনাল ম্যানেজার-দাবি নাইচ খাতুন ও রিজিওনাল ম্যানেজার-প্রগতি মোঃ জাকির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কলসিন্দুরের নারী ফুটবল দলের কোচ মোঃ জুয়েল মিয়া, কলসিন্দুর ফুটবল ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসেমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে নারী ফুটবলারদের মাঝে যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় তার মধ্যে ছিল: ৩৬টি জার্সি, ৩৬টি প্যান্ট, ২৫টি ফুটবল, ৩৬ জোড়া বুট ও মোজা, গোলকিপার গ্লাভস ৩ সেট এবং একটি ফার্স্ট এইড বক্স।

বিতরণ অনুষ্ঠানে নারী ফুটবলাররা আনন্দ প্রকাশ করে বলেন, এই সহযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং নিয়মিত অনুশীলনে আরও মনোযোগী হতে সাহায্য করবে।

কোচ ও খেলোয়াড়রা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন উদ্যোগ শুধু নারী খেলোয়াড়দের নয়, গোটা সমাজকে নারীর ক্ষমতায়নে অনুপ্রাণিত করে। কলসিন্দুরের নারী ফুটবলাররা দেশের গর্ব—তাদের পাশে দাঁড়ানো সময়ের দাবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।