নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আব্দুল খালেক। দোয়া পরিচালনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম।
সচিব আব্দুল খালেক বলেন, “এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এটি একটি হৃদয়বিদারক ঘটনা, যা আমাদের সকলকে ব্যথিত করেছে। নিহতদের পরিবারকে জানাই গভীর সমবেদনা এবং আহতদের প্রতি রইল আমাদের আন্তরিক সহমর্মিতা ও সুস্থতা কামনা।”
দোয়া মাহফিলে মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সকলে মর্মান্তিক এই ঘটনার জন্য শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.