অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে প্রান্তিক নারী কৃষকদের অন্তর্ভুক্তি এবং নীতিনির্ধারকদের ভূমিকা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
‘কেয়ার ফর উইম্যান (ক্লাইমেট অ্যাডাপ্টেশন অ্যান্ড রেজিলিয়েন্স ইমপাওয়ারমেন্ট)’ প্রকল্পের আওতায় এ্যাসোসিয়েশন অব ভলান্টারী অ্যাকশনস ফর সোসাইটি (আভাস)-এর নেতৃত্বে, বিন্দু নারী উন্নয়ন সংগঠন, স্ট্রিট চাইল্ড ও কোস্ট ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইমতিয়াজ হৃদয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদা বেগম, গণমাধ্যমকর্মী এসএনএম মোশারফ হোসেন মিন্টু ও জাহিদ রিপন, এনজিও কর্মী মনিরুল ইসলাম এবং নারী কৃষক সুমি বেগম ও লাকি বেগম।
সভায় প্রকল্পের পরিচিতিমূলক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন মোহাম্মদ এনামুল হক ও মো. ইউনুস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৃষ্টি না হিয়া বাড়ৌ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.