সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জনসচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করে নাগরী ইউনিয়ন পরিষদ। সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. রহিম সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, উলুখোলা পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক মো. ইউসুছ আলী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হান্নান মোল্লা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সরকার, বিরতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা সরকার, ইউপি সদস্য রোকসানা আক্তার, কহিনুর বেগম ও মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন নাসিম, সমাজসেবক মনির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন শেখসহ আরো অনেকে।
বক্তারা বলেন, “মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ীদের পরিচয় প্রকাশ করে সমাজে তাদের প্রত্যাখ্যান করতে হবে। প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতামূলক সভার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সেমিনার আয়োজন করতে হবে। তরুণদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে হবে যাতে তারা সৃষ্টিশীল কাজে মনোযোগী হয়।”
সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.