মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩০ জুলাই) দুদক মাদারীপুরের সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি নোটিশ জারি করে জেলা প্রশাসকের কার্যালয়সহ অভিযুক্ত ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। অনুসন্ধান কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক আখতারুজ্জামান এবং সদস্য হিসেবে রয়েছেন সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পদ্মা রেললাইন প্রকল্পের অধিগ্রহণ প্রক্রিয়ায় সরকারি অর্থের অপব্যবহার ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ায় এই অনুসন্ধান শুরু করেছে দুদক। অনুসন্ধান কার্যক্রম দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৮ অনুসারে পরিচালিত হচ্ছে।
যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে, তারা হলেন:
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তদের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র ও ব্যাখ্যা চেয়ে নোটিশ প্রদান করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণের পর অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.