মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার উত্তর মহিষেরচর লঞ্চঘাট এলাকায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পাঁচখোলা ইউনিয়নের বাসিন্দারা। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে অংশ নেন ইউনিয়নের অন্তত দশটি গ্রামের সহস্রাধিক মানুষ।
ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, সদর উপজেলার আড়িয়াল খাঁ নদের দুইপাড়ে বিভক্ত পাঁচখোলা ইউনিয়নের একটি অংশ শহরের মধ্যে থাকলেও, অন্য একটি বৃহৎ অংশ নদীর ওপারে অবস্থান করছে। ফলে শহরের সঙ্গে দৈনন্দিন যাতায়াতে তাদের নৌপথের ওপর নির্ভর করতে হয়। ট্রলার কিংবা নৌকা ব্যবহার করে স্কুল, কলেজ, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যসহ নানা কাজে নদী পার হতে গিয়ে বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। এমনকি প্রায়ই দুর্ঘটনাও ঘটে থাকে।
বক্তারা দ্রুত একটি সেতু নির্মাণ করে জনগণের চলাচলের দুর্ভোগ লাঘবের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল হাওলাদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা নিয়ামতউল্লাহ, স্থানীয় সমাজসেবক টুকু গৌড়া, শাখাওয়াত আকন, সুরিত গৌড়া প্রমুখ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি সেতুর দাবি জানিয়ে এলেও এখনো পর্যন্ত কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.