কোটালীপাড়া প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনের এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপদ বিভাগ। অভিযানে ছোট-বড় মিলিয়ে বিভিন্ন ধরনের শতাধিক দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আমিরুল মোস্তফা। এ সময় সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা জানান, “সড়ক ও জনপদের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। অভিযানের মাধ্যমে প্রায় ২ একর জমি দখলমুক্ত করা হয়েছে।”
সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান বলেন, “এটি আমাদের চলমান অভিযানের অংশ। কোটালীপাড়ায় আজকের অভিযানে বড় সফলতা এসেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তবে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বিকল্প পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.