জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুরে ওয়াল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এরিয়া প্রোগ্রামের আয়োজনে স্থানীয় শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বেলা ১২টায় শহরের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। “শিশু ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে শিশু ও তরুণদের আত্মনির্ভরশীলতা, দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে উদ্বুদ্ধ করতে নানা দিকনির্দেশনামূলক আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।
বক্তারা বলেন, “আমাদের স্বপ্ন দেখতে হবে, শিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। আমি যদি নিজের জন্য কিছু করতে পারি, সেটা শুধু আমার নয়—আমার পরিবার, সমাজ ও দেশের জন্যও অবদান রাখবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, ওয়াল্ড ভিশনের পিরোজপুর এরিয়া প্রোগ্রামের (এপি) ম্যানেজার মিল্টন সিং, চাইল্ড প্রোটেকশন অফিসার লিউনিডাস বৈদ্য, প্রোগ্রাম অফিসার মার্সিয়া হালদার ও রিপন হালদারসহ সংশ্লিষ্ট ফেসিলিটেটরবৃন্দ।
অনুষ্ঠান শেষে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বাড়াতে অংশগ্রহণকারী এক হাজার শিশুর মাঝে মশারী বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.