আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠান।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম. মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে এবং মাছরাঙা টেলিভিশনের জেলা সংবাদদাতা মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ক্রীড়া সংগঠক সাইদুর রহমান শাহীন, শহর সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সাংবাদিক রুহুল কুদ্দুস, এম রফিক, শেখ মাসুদ হেসেন, আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, শাহ আলম, আমিরুজ্জামান বাবু, আহসান রাজিব, আবু সাঈদ বিশ্বাসসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আবুল হাশেম বলেন, “মাছরাঙা টেলিভিশন শুরু থেকেই একটি দলনিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে। এর বৈচিত্র্যময় অনুষ্ঠান ও সাহসী সাংবাদিকতা দেশজুড়ে সব বয়সী মানুষের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে।”
আলোচনা শেষে অতিথিরা কেক কেটে মাছরাঙার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে সাতক্ষীরা প্রতিবন্ধী বিদ্যালয় ও সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলার গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.