জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুরে একটি হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী শেখের ছেলে মজিবর শেখ, কুমিরমারা গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার এবং মরিচাল গ্রামের মৃত খালেক শেখের ছেলে মো. মাহাবুব।
রায় ঘোষণার সময় আসামি ফোরকান হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন না। মামলার অপর পাঁচ আসামিকে সন্দেহাতীতভাবে নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল রাতে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের ফেরিঘাট থেকে নিজের চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন জামাল হাওলাদার (পিতা: কাসেম হাওলাদার)। পথে কুমিরমারার স্লুইচ গেট এলাকায় আসামিরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র ও রড দিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে।
পরে তাকে একটি ট্রলারে তুলে হুলারহাট বাজারসংলগ্ন খালের পাড়ে একটি গাছের সঙ্গে ট্রলারটি বেঁধে রেখে পালিয়ে যায়। রাত ১টার দিকে বাজারের নৈশপ্রহরী আনছার আলী জামালকে আহত অবস্থায় ট্রলারে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ জামালকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। পরদিন ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের ভাই কামাল হাওলাদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ তিনজনকে দোষী সাব্যস্ত করে দণ্ড দেন।
মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.