Nabadhara
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে সোমেশ্বরী হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন।

সভায় আমন মৌসুমে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের সরবরাহ, মূল্য নির্ধারণ ও বাজার তদারকি বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করা হয়। কৃষকের মাঝে সার ও বীজ সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে মনিটরিং আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, বিসিআইসির সার ডিলার সমিতির সভাপতি একেএম রহুল আমিন কালাম, সার ডিলার প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, বিএডিসি সার ডিলার প্রতিনিধি আব্দর রাজ্জাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা নুরুজ্জামান খান এবং সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমুখ।

সভায় উপস্থিত বক্তারা সারের বাজার নিয়ন্ত্রণ, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং মনিটরিং কার্যক্রম আরও কার্যকর করার ওপর জোর দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।