হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
বেনাপোল কাস্টম হাউসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন নতুন কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন। এখন থেকে শুধুমাত্র ‘কাস্টম সরকার পারমিট কার্ড’ধারীরাই অফিসে প্রবেশ করতে পারছেন।
গত ১৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাঁকে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার হিসেবে নিয়োগ দেয়। এরপর ২৮ ও ২৯ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। লক্ষ্য একটাই—কর্মস্থলে শৃঙ্খলা ফেরানো।
নতুন নিয়ম অনুযায়ী, সকাল ৯টার আগেই কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকতে হচ্ছে। আগে নিয়মিত অনুপস্থিত থাকা বা দেরিতে আসার অভিযোগ থাকলেও এখন তা অনেক কমেছে।
এক সিএন্ডএফ কর্মচারী জানান, “যার যেই কার্ড আছে, সে-ই ঢুকবে—এটাই হওয়া উচিত ছিল। এখন পরিবেশ অনেক ভালো লাগছে।”
এদিকে, নতুন করে কাস্টম সরকার পারমিট কার্ড ইস্যু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৭ আগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে ১ সেপ্টেম্বর সকাল ১১টায়।
সি এন্ড এফ অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, কার্ড ছাড়া কেউ ঢুকতে পারছে না—ভালো সিদ্ধান্ত। তবে অনেকদিন ধরে নতুন কার্ড দেওয়া হয়নি। এখন দ্রুত পরীক্ষার মাধ্যমে কার্ড দেওয়া দরকার।
স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “এখন পরীক্ষার ঘোষণা আসায় সবাই আশাবাদী। এতে যোগ্যরাই কার্ড পাবে।”
সংশ্লিষ্টরা বলছেন, নতুন কমিশনারের নেতৃত্বে বেনাপোল কাস্টম হাউসে শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরছে, যা কাস্টমস ব্যবস্থাপনায় একটি ইতিবাচক পরিবর্তন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.