মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধামরাইয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রত্যাশী ও যুব অধিকার পরিষদের ঢাকা জেলা উত্তরের সভাপতি গাজী রুবেল রানা। তিনি ঢাকা-২০ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সারা দিন তিনি ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণঅধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করেন। প্রচারণার অংশ হিসেবে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় বার্তা পৌঁছে দেন।
লিফলেট বিতরণ শেষে গাজী রুবেল রানা বলেন, "তরুণদের নেতৃত্বে গণঅধিকার পরিষদ আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলদার মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য।"
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য মাহফুজ হোসেন, ধামরাই উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. রুহুল আমিন, ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রিপন, ধামরাই যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল-আমিন মাহমুদ, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাদশা, কুশুরা ইউনিয়ন সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক দিপ্ত, সাবেক সহ-সভাপতি (সি.) ধামরাই উপজেলা ছাত্র অধিকার পরিষদের ইমরান হোসেনসহ গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রচারণার মাধ্যমে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন গাজী রুবেল রানা এবং তার দল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.