মো.জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এবং এসইডিপি (সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট)-এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. আবু হানিফ, প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ও সহ-সভাপতি মো. এবাদুল হক প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শুধু ভালো ফল করলেই হবে না, ভালো মানুষ হতে হবে। বিশ্বের ভালো বই পড়তে হবে, দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক মানের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এর আগে প্রতিটি এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।