জালালুর রহমান, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহ রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গত ২৯ জুলাই রাজনগরের মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রসহ একটি এয়ারগান প্রদর্শন করে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করা হয়। সংঘর্ষ ক্রমেই তীব্র রূপ ধারণ করলে মৌলভীবাজার সেনা ক্যাম্প থেকে মেজর জি.এম. হাসান শাহরিয়ার জিন্নাহ’র নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন এবং তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরে যৌথ বাহিনীর অভিযানে সংঘর্ষস্থল থেকে একটি এয়ারগান, দুটি দা এবং ছয়টি বর্শা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে যৌথ বাহিনী জানিয়েছে, মৌলভীবাজার সেনা ক্যাম্পের অধীনে অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.