হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কুখ্যাত মাদক চক্রের হোতা ফুয়াদ হাসান সাকিবকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বিত একটি দল। বুধবার (৩০ জুলাই) ভোররাতে মাধবপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ফুয়াদ সাকিব উপজেলার সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে। অভিযানে তার সঙ্গে আরও তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন ধর্মঘর এলাকার জুনাইদ, জাবেদ ও নয়ন।
অভিযান শেষে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৮ কেজি গাঁজা, ৫ লাখ ৫০ হাজার টাকা নগদ, চারটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন, তিনটি বল্লম, একটি রামদা, একটি বিদেশি মদের বোতল এবং একাধিক বোতল ফেনসিডিল।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আরও জানান, গ্রেপ্তারকৃত ফুয়াদ হাসান সাকিবের বিরুদ্ধে ইতোমধ্যে ১৫টিরও বেশি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে মাদক পাচার, অবৈধ অস্ত্র বহন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ। দীর্ঘদিন ধরে সে সীমান্ত এলাকায় সক্রিয়ভাবে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
বিজিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সেইসঙ্গে মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এই সফল অভিযানে স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।