Nabadhara
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

এস. আই. মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

এস. আই. মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার অসংখ্য কিন্ডারগার্টেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কিন্ডারগার্টেন স্কুলগুলোও জাতীয় শিক্ষানীতির আওতায় চলে এবং এখানকার শিক্ষার্থীরাও প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য। অথচ অনেক সময় তাদের এ পরীক্ষায় অংশগ্রহণে বাধা দেওয়া হয়। এটা বৈষম্যমূলক এবং শিক্ষার মৌলিক অধিকারের পরিপন্থী।

বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষক মুক্তার হোসেন, মনিরুজ্জামান মানিক, বেলাল হোসেন, বলাই বিশ্বাস, শহিদুল ইসলাম, মরিরুজ্জামানসহ আরও অনেকে।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের দাবি জানান এবং প্রয়োজনে জাতীয় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের বরাবর প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।