এস. আই. মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার অসংখ্য কিন্ডারগার্টেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কিন্ডারগার্টেন স্কুলগুলোও জাতীয় শিক্ষানীতির আওতায় চলে এবং এখানকার শিক্ষার্থীরাও প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য। অথচ অনেক সময় তাদের এ পরীক্ষায় অংশগ্রহণে বাধা দেওয়া হয়। এটা বৈষম্যমূলক এবং শিক্ষার মৌলিক অধিকারের পরিপন্থী।
বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষক মুক্তার হোসেন, মনিরুজ্জামান মানিক, বেলাল হোসেন, বলাই বিশ্বাস, শহিদুল ইসলাম, মরিরুজ্জামানসহ আরও অনেকে।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের দাবি জানান এবং প্রয়োজনে জাতীয় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের বরাবর প্রদান করা হয়।