মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে শেষ হলো সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলার আয়োজন করে পঞ্চগড় বন বিভাগ। গতকাল (৩০ জুলাই) বিকেলে সরকারি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন স্টিভ। দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর আলম এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হরিপদ দেবনাথ।
বৃক্ষমেলায় অংশগ্রহণকারী নার্সারিদের মধ্যে ‘ভাই ভাই নার্সারী’ সেরা নার্সারী হিসেবে পুরস্কার লাভ করে। দ্বিতীয় স্থান অধিকার করে ‘সাইফুল প্রযুক্ত নার্সারী’ এবং তৃতীয় স্থান অর্জন করে ‘আজাদ নার্সারী’। বিজয়ী নার্সারিদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.