মো.জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
টানা দ্বিতীয়বারের মতো জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশের শীর্ষস্থান অর্জন করেছে পটুয়াখালীর দুমকি উপজেলা। চলতি বছরের জুন মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে নিবন্ধনের লক্ষ্যমাত্রার ২৩৩ শতাংশ অর্জন করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে উপজেলা প্রশাসন।
শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম ও বিভিন্ন বয়সের মানুষের মৃত্যু নিবন্ধনের ওপর ভিত্তি করে এই মূল্যায়ন করা হয়।
এর আগে, মে মাসেও দুমকি উপজেলা নিবন্ধনে নজরকাড়া সাফল্য দেখিয়েছে। ওই মাসে জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১২৮টি, যেখানে বাস্তবায়ন হয় ৩৮৩টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৩৫টি, অর্জিত হয় ১০৪টি। গড় হিসেবে জন্ম নিবন্ধনে ২৯৯ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনে ২৯৭ শতাংশ অর্জন করে দেশের শীর্ষস্থানে উঠে আসে উপজেলা।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, "টানা দুইবার দেশসেরা হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই সাফল্যের পেছনে ইউনিয়ন পরিষদের সচিব, চেয়ারম্যান, ইউপি সদস্য এবং গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত পরিশ্রম রয়েছে। আমি টিম লিডার হিসেবে নিয়মিতভাবে মনিটরিং করেছি এবং সবাইকে একই লক্ষ্য অর্জনের জন্য উদ্বুদ্ধ করেছি।"
উপজেলার এমন ধারাবাহিক সাফল্যে স্থানীয় প্রশাসনের প্রতি সাধুবাদ জানিয়েছেন সুধীজন ও সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.