বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল-ঢাকা মহাসড়ক আবারও ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এয়ারপোর্ট মোড়ে ঢাকা থেকে বরিশালগামী অন্তরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-১৩৮৫) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অতিরিক্ত গতিতে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সড়ক থেকে সোজা নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, “মহাসড়কের এই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, কিন্তু সড়ক বিভাগ বা প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
তাদের দাবি, রহমতপুর মোড়সহ আশপাশের ঝুঁকিপূর্ণ স্থানে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা ও স্পিড ব্রেকার স্থাপনসহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.