মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ বদলি হয়ে স্থানান্তরিত হওয়ার পর, তার স্থায়ী বদল নিয়োগ হিসেবে মো. রিদওয়ান আহমেদ রাফি নয়া দায়িত্ব গ্রহণ করেছেন ।
মো. রিদওয়ান আহমেদ রাফি প্রশাসন ক্যাডারের একজন প্রতিশ্রুতিশীল কর্মকর্তা। পূর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমি দপ্তরে দায়িত্ব পালন করেছেন, এবং তিনি ভূমিকম্পন ও ভূমি সেবা প্রদান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এক সংক্ষিপ্ত আলাপচারিতায় তিনি বলেন, “ধামরাই একটি গুরুত্বপূর্ণ উপজেলা; আমি ভূমি সেবা অধিকতর দ্রুত ও নির্ভুল করার জন্য কাজ করবো। জনসাধারণের কোনও ভূ-অধিকার হন্যভাবে প্রভাবিত না হয়, সেবা গ্রহণে যেন কেউ হয়রানির শিকার না হন, তা আমার অগ্রাধিকার।”
স্থানীয় প্রশাসনের প্রত্যাশা: স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সহকর্মীরা ইতিমধ্যে নতুন এসি (ভূমি) হিসেবে তার দক্ষতা ও মেধার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এবং তিনি তাড়াতাড়ি জনপ্রিয়তা অর্জন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।.