মিলন সিদ্দিকী - ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাই পৌরসভায় দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত অটো রিকশার সংখ্যা। পরিবেশবান্ধব এবং স্বল্প খরচে চলার সুবিধায় এই যানবাহনগুলো শহরের অভ্যন্তরীণ যাতায়াতে এক নতুন দিগন্ত উন্মোচন করলেও, অপরিকল্পিতভাবে এদের চলাচল নাগরিকদের জন্য নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভোগান্তির চিত্র  সকালে ও বিকেলে অফিসগামী ও স্কুলগামীদের জন্য প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোর বিশৃঙ্খল চলাচলে যানজট নিত্যদিনের দৃশ্য। লাইসেন্স বা রুট পারমিট ছাড়াই অধিকাংশ রিকশা চলাচল করছে বলে জানান পৌরবাসী। চালকদের বেশিরভাগই কম বয়সী ও প্রশিক্ষণবিহীন, ফলে দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।
স্থানীয় এক বাসিন্দা মো.দুলাল বলেন, "অটো রিকশা পরিবেশবান্ধব ঠিকই, কিন্তু রাস্তা যেখানে সংকুচিত, সেখানে এই অতিরিক্ত যান চলাচল আমাদের জন্য বিপদ ডেকে আনছে।" অন্যদিকে, চালকদের দাবি, এই অটো রিকশাগুলো অনেক বেকার যুবকের জীবিকার মাধ্যম হয়ে উঠেছে। তাদের মতে, পৌরসভা চাইলে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় এগুলোকে আনতে পারে।
চালক মো বাবু জানান, "আমি দীর্ঘদিন ধরে বেকার ছিলাম। এই অটো চালিয়ে সংসার চালাতে পারছি। নিয়ম মেনে চলার জন্য প্রশিক্ষণ বা লাইসেন্স পেলে আমরাও নিরাপদে চালাতে পারব।"
এ বিষয়ে ধামরাই পৌরসভার সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, "ব্যাটারি চালিত যানবাহন বিষয়ে আমরা পরিকল্পনা নিচ্ছি। শিগগিরই চালকদের তালিকা ও লাইসেন্স প্রক্রিয়া শুরু করা হবে। শহরের যানজট নিরসনে বিকল্প রুট এবং নির্দিষ্ট স্টপেজ তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে।ব্যাটারি চালিত অটো রিকশা যেমন কর্মসংস্থান সৃষ্টি করছে, তেমনি অনিয়মিত চলাচলের কারণে নাগরিক ভোগান্তিও বাড়ছে। এই যানবাহনকে সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা এখন সময়ের দাবি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.