আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি বন্ধে ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১ জুলাই সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার শিশু বিষয়ক হেল্প ডেক্স ইনচার্জ এএসআই ইয়াসমিন আরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া। দেবহাটা এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলন কর্তৃক আয়োজিত উক্ত সভায় থানা শিশু সুরক্ষা, শিশু অধিকার ও শিশু যৌন হয়রানী বন্ধ নিশ্চিত করণে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান (রিপন) ও মিজানুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথি ওসি গোলাম কিবরিয়া শিশু সুরক্ষা, শিশুদের অধিকার ও যৌন হয়রানি বন্ধে পুলিশের বিভিন্ন কাজের দিক উল্লেখ করে বলেন, তিনিসহ পুলিশ বাহিনী সবসময় শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরনে কাজ করেন। বিভিন্ন স্কুলে পরিদর্শন করে তিনি বাল্য বিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য ঝুকি ও নিরাপত্তার বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন করতে সমাবেশে অংশগ্রহণ করেছেন। এমনকি পুলিশিং কমিটির মাধ্যমে বিভিন্ন বাজার ও এলাকাতেও সচেতনতামূলক সভা করেছেন। ওসি এধরনের আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধন্যবাদ জানিয়ে কিছু কাজ করার পরামর্শ প্রদান করেন।
সভায় বিভিন্ন এলাকা থেকে আসা অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.