ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সরকারি খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ।
অভিযানে অংশ নেন ফকিরহাট মডেল থানার এসআই ওয়াজেদ এবং পুলিশের একটি টিম। তারা সদর ইউনিয়নের বারাশিয়া এলাকার জটার খালে অভিযান পরিচালনা করেন এবং একাধিক অবৈধ নেট-পাটা অপসারণ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, কিছু অসাধু ব্যক্তি সরকারি খালে অবৈধভাবে নেট-পাটা স্থাপন করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে, ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি জানান, এ ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও সকলকে সরকারি জলাশয়ে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার জন্য আহ্বান জানান এবং সচেতন থাকার পরামর্শ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.