Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে জাতীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 

সাতক্ষীরার আশাশুনিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা ও সংবেদনশীলতা বৃদ্ধিমূলক “জাতীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক” এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উত্তরণ সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (IRC)-এর সহযোগিতায় “Local Adaptation Plan and Action (LAPA) Development in the Patuakhali and Satkhira Districts” শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রকল্প সমন্বয়কারী আল আমিন মোল্যার সঞ্চালনায় মূল আলোচনা উপস্থাপন করেন উত্তরণের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন প্রধান ও এলএপিএ প্রকল্প প্রধান হাসান আব্দুল্লাহ রাফাত, IRC-এর প্রোগ্রাম হেড সুবর্ণা বর্মা, প্রকল্প সমন্বয়কারী আল আমিন মোল্যা এবং প্রকল্প সহকারী আহসানুল হক আসিফ।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিরুল ইসলাম।

এছাড়াও অংশগ্রহণকারীদের মধ্য থেকে ইয়াহিয়া ইকবাল, হাফিজুল ইসলাম প্রমুখ জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন।

কর্মশালায় জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির জন্য একটি কার্যকর অভিযোজন পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে নানা সুপারিশ উত্থাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।