নান্দাইল ,সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামে নিরীহ পরিবারের সদস্য মোফাজ্জল হোসেনের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে তেলিয়াপাড়ায় নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেনের মেয়ে রোবেনা আক্তার ও পুত্রবধু রুনা আক্তার।
রোবেনা আক্তার জানান, গত সোমবার স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে তার বাবার উপর সাইফুল ইসলাম, তাহের উদ্দীন ও সুনু মিয়া গং দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হলেও মামলার আসামিরা এখনো গ্রেফতার হয়নি। বরং তারা ভুক্তভোগী পরিবারের সদস্যদের বারবার প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। আতঙ্কে মোফাজ্জল হোসেনের ছেলে বর্তমানে বাড়ি ছাড়া রয়েছে।
নির্যাতিত পরিবার আশঙ্কা প্রকাশ করে জানায়, সন্ত্রাসীরা যেকোনো সময় তাদের পরিবারের ওপর আবারও হামলা চালিয়ে খুন-জখম করতে পারে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান এবং বিষয়টি নিয়ে উর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.